বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ধারাবাহিক দরপতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

আগের দিনের ধারাবাহিকতায় সপ্তাহের তৃতীয় দিনেও দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। এর মাধ্যমে চলতি সপ্তাহের তিন কার্যদিবসেই শেয়ারবাজারে দরপতন হলো।

ডিএসইতে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। দিনের লেনদেন শেষে ডিএসইতে মাত্র ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০০টির। আর ২২০টির দাম অপরবর্তিত থাকে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট কমে ছয় হাজার ৪০০ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান মূল্যসূচক কমার পাশাপাশি বাজারটিতে কমেছে লেনদেনের পরিমাণ। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৫ কোটি ৯৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ২৯৭ কোটি ৮৩ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ২৯১ কোটি ৮৮ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার শেয়ার। কোম্পানিটির ৬৪ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৬ টাকা ৬০ পয়সা কমে ১২০ টাকা ৩০ পয়সা লেনদেন শেষ হয়েছে প্রতিষ্ঠানটির। দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের ৬৩ কোটি ৯৯ লাখ টাকার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৪১ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪১ কোটি ৬৫ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৪টির দাম বেড়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর