বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

দেড় মাসের অবকাশে নিষ্পত্তি ২৯ ডেথ রেফারেন্স মামলা

নিজস্ব প্রতিবেদক

দেড় মাস ধরে চলা সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটিতেও হাই কোর্টে ২৯টি ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তি হয়েছে। গতকাল সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এসব তথ্য জানানো হয়েছে। গত ২ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি ছিল। এ সময়ে জরুরি বিষয়াদি শুনানির জন্য কিছু বেঞ্চ সচল থাকে। এবার অবকাশে ফাঁসির মামলা নিষ্পত্তিতে বিশেষ বেঞ্চ গঠন করে দিয়েছিলেন প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্ট প্রশাসনের পাঠানো তথ্যে জানা যায়, ২০১০ সাল থেকে ২০২২ সালের ১৬ অক্টোবর পর্যন্ত হাই কোর্টে ডেথ রেফারেন্স আসে ১ হাজার ৫৪৫টি। আর এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ১ হাজার ১৫১টি। এ সময়ের মধ্যে সর্বোচ্চ নিষ্পত্তি হয়েছে ২০১২ সালে। ওই বছর ১৪৫টি নিষ্পত্তি হয়। আর চলতি বছরের ১৬ অক্টোবর পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ১২৫টি মামলা। তার মধ্যে ৪ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশের সময় নিষ্পত্তি হয়েছে ২৯টি ডেথ রেফারেন্স মামলা। আইন অনুযায়ী, ফৌজদারি মামলায় বিচারিক আদালত যখন আসামিদের মৃত্যুদন্ড দেয় তখন ওই দন্ড কার্যকরের জন্য হাই কোর্টের অনুমোদনের প্রয়োজন হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর