সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বান্দরবানের দুই এলাকায় পর্যটকদের যেতে মানা

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের দুই এলাকায় পর্যটকদের যেতে মানা

বান্দরবানের আলীকদম ও থানচি উপজেলায় দেশি-বিদেশি সব পর্যায়ের পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় প্রশাসন। গতকাল সন্ধ্যায় বান্দরবানের জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত দায়িত্বে থাকা উপসচিব মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকার গহিন অরণ্যে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের অবস্থান খুঁজে পেতে তল্লাশি অভিযান চালাবে সেনাবাহিনী। এ কারণে বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে গত ১৮ অক্টোবর থেকে পর্যটক ভ্রমণ নিষিদ্ধ হওয়া রুমা ও রোয়াংছড়ি উপজেলাসহ মোট ৪টি উপজেলায় পর্যটক যাতায়াত বন্ধ রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, র‌্যাব, বিজিবি এবং পুলিশ এর যৌথভাবে জঙ্গি ও সন্ত্রাস দমন অভিযানের পরিপ্রেক্ষিতে গত ২০ অক্টোবর রাতে বাংলাদেশ-মিয়ানমার-ভারত সীমান্ত লাগোয়া রাঙ্গামাটির বিলাইছড়ির বড়থলি এবং বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলার দুর্গম এলাকাগুলো থেকে নবপ্রতিষ্ঠিত জঙ্গি গ্রুপের ৭ সদস্য এবং স্থানীয় সন্ত্রাসী গ্রুপ কেএনএফের ৩ সদস্যকে আটক করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর