সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

৪৯ দিন পর শনাক্তের হার ৫ শতাংশের নিচে

নিজস্ব প্রতিবেদক

৪৯ দিন পর শনাক্তের হার ৫ শতাংশের নিচে

দেশে করোনা সংক্রমণ শনাক্তের হার ৪৯ দিন পর পাঁচ শতাংশের নিচে নেমেছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ৪.৪৪ শতাংশ। সবশেষ পাঁচ শতাংশের নিচে শনাক্ত হারের খবর এসেছিল গত ৪ সেপ্টেম্বর। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৩৪ জনের নমুনা পরীক্ষায় ১৩৯ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৪৪৪ জন। মারা গেছেন একজন। গতকাল পর্যন্ত দেশে ২০ লাখ ৩৪ হাজার ১৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪১৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৭৭ হাজার ৯১৬ জন। গত ৪ সেপ্টেম্বর ৪.৯৩ শতাংশ শনাক্ত হারের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। পরদিনই তা বেড়ে দাঁড়ায় ৬.৬৮ শতাংশ। বাড়তে বাড়তে ১ অক্টোবর শনাক্তের হার দাঁড়ায় ১৫.২৮ শতাংশে। ৯ অক্টোবর থেকে ধীরে ধীরে সংক্রমণ কমতে শুরু করে। ৪৯ দিন পর গত ২৪ ঘণ্টায় প্রথম পাঁচ শতাংশের নিচে নেমে এসেছে শনাক্তের হার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর