সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

জ্বালানি সংকট অর্থনীতিকে প্রভাবিত করছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি সংকট অর্থনীতিকে প্রভাবিত করছে : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বৈশ্বিক জ্বালানি সংকট বিশ্বের প্রতিটি দেশের অর্থনীতিকে প্রভাবিত করছে। তাই সমতাভিত্তিক অর্থনৈতিক পুনরুদ্ধারে সুশীল সমাজসহ সবার মনোযোগী হতে হবে। ‘প্রায়োরিটাইজিং উইমেন রাইটস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট ইন কভিড-১৯ প্যান্ডেমিক রেসপন্স অ্যান্ড রিকভারি’ শীর্ষক সেমিনারে গতকাল ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত এ সেমিনারের আয়োজন করে ‘এশিয়ান ফোরাম অব পার্লামেন্টারিয়ান্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (এএফপিপিডি)’। ড. শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, সমগ্র মানবতা আজ কভিড পরবর্তী পরিস্থিতির মুখোমুখি। গভীর অর্থনৈতিক অনিশ্চয়তা, স্বাস্থ্যঝুঁকি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা সংকট, জীবিকা সংকট ইত্যাদি সব বিষয় বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক সম্প্রসারণের সঙ্গে জড়িত। অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি ও স্থিতিশীল সমাজ নির্মাণে সমতাভিত্তিক অর্থনৈতিক পুনরুদ্ধার প্রয়োজন। তিনি বলেন, বিশেষ কিছু ক্ষেত্রে বৈশ্বিক বিনিয়োগ দরকার।

আন্তদেশীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার, সরাসরি বৈদেশিক বিনিয়োগ অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়ক ভূমিকা রাখতে পারে। রাজস্ব সংগ্রহ বৃদ্ধি, দৈনন্দিন খরচ কমানো ইত্যাদি উদ্যোগ গ্রহণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক পুনরুদ্ধারে সচেষ্ট হতে হবে। এক্ষেত্রে, নারীরা অগ্রযাত্রীর ভূমিকা পালন করতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর