সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বোর্ড মিটিংয়ের আড়ালে গোপন বৈঠক জামায়াতের, আটক ১৯

ময়মনসিংহ প্রতিনিধি

বেসরকারি একটি হাসপাতালের বোর্ড মিটিংয়ের আড়ালে গোপন বৈঠক করছে এমন অভিযোগে জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ ১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার দিবাগত গভীর রাতে এসআই আল মামুন বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা করেন। গতকাল দুপুরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে বিচারক তাদের জেলহাজতে পাঠিয়েছেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, ‘শনিবার সকালের দিকে জামায়াতের নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে বিকালে জামায়াতের নেতারা চরপাড়া এলাকার একটি রেস্টুরেন্টে গিয়ে গোপন বৈঠক করার সময় পুলিশ তাদের আটক করে।’

গ্রেফতার অন্যরা হলেন- ওসমান গনি (৪৫), আজিজুর রহমান (৪৩), ফেরদৌস আলম (৪৪), আল আমিন (৩৭), দেলোয়ার হোসেন কুদ্দুস (৩১), তাজুল ইসলাম (৪৫), মো. আসাদুজ্জামান (৪২), শাহিন খান (২৭), মাহমুদুল হাসান শাহিন (৩৮), মাহাবুবুল হাকিম (৪২), মেহেদী হাসান (৩৬), সারোয়ার হোসেন (৪৫), আলমগীর হোসেন (৪২), মো. নাফিজ (৩১), আবু হানিফ (৩৭), ফজলুল করিম ফারুকী (৫২), শেখ আহমেদ আফিফা (৩৮) ও নুরুল হক (৩৮)।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর