সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সরকারি কর্মচারী গ্রেফতারে পূর্বানুমতি নেওয়ার বিধান এক সপ্তাহ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

সরকারি কর্মচারীদের গ্রেফতারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করে হাই কোর্টের দেওয়া রায় স্থগিতাদেশের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ল। এ বিষয়ে শুনানির জন্য আগামী ৩০ অক্টোবর পরবর্তী দিন ঠিক করে দিয়েছেন আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটকারীর পক্ষে সময় আবেদন করেন আইনজীবী খুরশীদ আলম খান। পরে তিনি সাংবাদিকদের বলেন, রিটকারীর ব্যক্তিগত অসুবিধার কারণে আদালতে সময় চাওয়া হয়। আদালত সময় দিয়েছেন।

তবে হাই কোর্টের রায়ের ওপর আপিল বিভাগের চেম্বার জজ আদালত যে স্থগিতাদেশ দিয়েছিলেন, সেটা লিভ টু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

সরকারি কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করে গত ২৫ আগস্ট রায় দেন হাই কোর্ট। সে রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর