সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

প্রতি জেলায় হবে শেখ কামাল হাইটেক পার্ক

নিজস্ব প্রতিবেদক

বেকারদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের লক্ষ্যে প্রতি জেলায় একটি করে শেখ কামাল আইটি বা হাইটেক পার্ক স্থাপন করা হবে। এ ছাড়া ইউনিয়ন পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ ও ইন্টারনেটের গতি শক্তিশালী করতে এডিপির অর্থায়নে ‘গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ ও ৫ জি সেবা প্রদানে নেটওয়ার্ক আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্প এবং ‘সোসিয়াল অবলিগেটরি ফান্ড (এসওএফ)’ এর অর্থায়নে ‘উপকূলীয়, পার্বত্য ও অন্যান্য দুর্গম এলাকায় টেলিটকের মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্প চলমান রয়েছে।

সংসদ ভবনে গতকাল ‘সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব তথ্য জানায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মোসলেম উদ্দিন। কমিটির সদস্য আলহাজ মো. দবিরুল ইসলাম, মো. মুজিবুল হক, আব্দুল মান্নান, ফখরুল ইমাম এবং আরমা দত্ত  অংশ নেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, কমিটি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের গ্রহীত প্রকল্প গুলো দ্রুত বাস্তবায়ন এবং চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) নিয়মিত পর্যবেক্ষণের সুপারিশ করা হয়।

একইসঙ্গে এ বিষয়ে কমিটিতে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করা হয়।  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর