সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

প্রাইভেট কার থেকে ব্যাগে টান, রিকশা থেকে পড়ে আহত বৃদ্ধা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ছিনতাইকারীরা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় রিকশা থেকে পড়ে এক বৃদ্ধা আহত হয়েছেন। গতকাল ভোরে জগন্নাথ হলের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। আহত রওশনারা বেগমকে (৭০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তারা বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যান স্বজনরা। আহত রওশনারার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কারাইকোপা গ্রামে। স্বামীর নাম আলতাফ হোসেন। ১৫ দিন আগে ঢাকার কামরাঙ্গীরচর থানার সাঈদনগর এলাকায় মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন রওশনারা বেগম। মেয়ের স্বামী আবদুল হাকিম জানান, গতকাল  ভোরে তিনি একটি অটোরিকশায় শাশুড়িকে নিয়ে গুলিস্তান যাচ্ছিলেন। সেখান থেকে বাসে করে দুজনই গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল। পথে ঢাবির জগন্নাথ হলের সামনের রাস্তায় পেছন দিক থেকে একটি কালো রঙের প্রাইভেটকারে আসা ছিনতাইকারি পাশ থেকে রওশনারার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ধরে হেচকা টান দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন। মোবাইল ফোন ও ৫-৬শ’ টাকাসহ ব্যাগটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই নারীর মাথা ও কোমরে আঘাত পেয়েছেন। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে স্বজনরা তাকে প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। এ বিষয়ে ডিএমপির শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর