সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে কর্মকর্তাদের ওপর হামলা, আহত ৫

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লিবিদ্যুৎ এলাকায় গতকাল একটি তৈরি পোশাক কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কালে তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে অবরুদ্ধ করে রাখে পোশাক কারখানার লোকজন। এ ঘটনায় তিতাস গ্যাস কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। এলাকাবাসী ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, পল্লীবিদ্যুৎ এলাকার আয়মান টেক্সটাইল নামে তৈরি পোশাক কারখানায় এ হামলার ঘটনা ঘটে। ওই কারখানায় অবৈধভাবে সংযোগ দিয়ে দীর্ঘদিন ধরে গ্যাস ব্যবহার করে আসছে। খবর পেয়ে বিকালে তিতাস গ্যাস কোম্পানির চন্দ্রা জোনাল শাখা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ওই কারখানায় যান। তারা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলে তাদের ওপর হামলা চালায় ও কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের উদ্ধার করে। এ হামলার ঘটনায় তিতাস গ্যাস কর্মকর্তা প্রকৌশলী আতিয়ার রহমানসহ পাঁচজন আহত হয়েছেন। এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কথা বলতে রাজি হননি। তিতাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন গ্যাস কোম্পানির চন্দ্রা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান, আয়মান টেক্সটাইল কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময়  আমাদের উপর হামলা চালায়।

 এতে আমাদের কয়েকজন লোক আহত হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, খবর পেয়ে আটক তিতাস গ্যাস কোম্পানির লোকজনকে উদ্ধার করা হয়েছে। তবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর