সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

প্রশ্ন ফাঁসে বিমানের পাঁচ কর্মীকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেফতার হওয়া পাঁচ কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল ওই পাঁচজনকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। এ ছাড়া ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বিমান। অব্যাহতি পাওয়া পাঁচ কর্মী হলেন- বিমানের এমটি অপারেটর (ড্রাইভার) মো. জাহাঙ্গীর আলম, হারুন-অর-রশিদ ও মাহফুজুল আলম এবং এমএলএসএস (অফিস সহকারী) মো. হারুন অর রশীদ। এ ছাড়া ক্যাজুয়াল ভিত্তিতে নিয়োগ পাওয়া এমএলএসএস আওলাদ হোসেনকেও অব্যাহতি দেওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রশ্ন ফাঁসের ঘটনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার হওয়া পাঁচ কর্মীকে টার্মিনেট করা হয়েছে।

এ সিদ্ধান্ত শনিবার নেওয়া হয়েছে। রবিবার সেটি বাস্তবায়ন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর