বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

জলবায়ু প্রকল্প গ্রহণ নিয়ে কারসাজির অভিযোগ সরকারদলীয় এমপিদের

নিজস্ব প্রতিবেদক

‘দক্ষিণ-পশ্চিম উপকূলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও করণীয়’ শীর্ষক জাতীয় সংলাপে মন্ত্রীর সামনেই সরকারের জলবায়ু প্রকল্প গ্রহণের বিষয়ে নানা কারসাজির অভিযোগ উত্থাপন করেছেন সরকারদলীয় এমপিরা। এমনকি মন্ত্রীদের নির্দেশনা বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের অনীহার কথা উল্লেখ করেন তাঁরা। এজন্য উপকূলবাসীকে বাঁচাতে সবার আগে আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপা। সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বারস ক্লাবে গতকাল অনুষ্ঠিত সংলাপে এসব অভিযোগ উঠে আসে। অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন অভিযোগ আমলে নিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সুন্দরবনসহ উপকূলীয় এলাকার ঝুঁকি নিরূপণ করা হয়েছে। ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মনিটরিং জোরদার করা হয়েছে। এর আগে সংলাপে বক্তব্য দিতে গিয়ে সাতক্ষীরা-২ আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি বলেন, নদী খনন ও জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন প্রকল্প নেওয়া হলেও তা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। আবার বিশেষ ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য বিশেষভাবে প্রকল্পের ডিপিপি দেওয়া হয়। এমনকি মন্ত্রীদের নির্দেশনা বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের অনীহা দেখা যায়। সংরক্ষিত আসন-২৮-এর সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারও প্রকল্প বাস্তবায়নে নানা অসংগতি তুলে ধরে বলেন, উপকূলীয় অঞ্চলের উন্নয়নে বড় বাধা সমন্বয়হীনতা। এজন্য আন্তমন্ত্রণালয় সমন্বয় বাড়ানো দরকার। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলের উন্নয়নে পৃথক বোর্ড গঠনের প্রস্তাব করেন তিনি।

বাপা সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, প্রকল্প নিলেই হবে না, উপকূলীয় এলাকায় মানবিক বিপর্যয় রোধে আগে তা অনুধাবন করতে হবে। তাই সবার আগে আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর