বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ডেসটিনির সম্পদ বণ্টনে কমিটি গঠনের রায় বহাল

নিজস্ব প্রতিবেদক

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফেরত দিতে ছয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন সংক্রান্ত নিম্ন আদালতের রায়ের পর্যবেক্ষণ বহাল রেখেছেন চেম্বার জজ আদালত। এই আদেশের ফলে কমিটি গঠনের কাজ চলমান থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা। গতকাল আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। ডেসটিনির পক্ষে ছিলেন অ্যাডভোকেট এম কে রহমান।

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফেরত দিতে ছয় সদস্যবিশিষ্ট কমিটি গঠনে নিম্ন আদালতের রায়ের পর্যবেক্ষণ গত সপ্তাহে স্থগিত করেন হাই কোর্ট। হাই কোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক। দুদকের আবেদনের শুনানি নিয়ে গতকাল নিম্ন আদালতের আদেশ বহাল রাখলেন চেম্বার জজ আদালত।

 গত ১২ মে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফেরত দিতে সরকারকে ছয় সদস্যবিশিষ্ট কমিটি গঠনের জন্য রায়ের পর্যবেক্ষণ দেন ঢাকার বিশেষ দায়রা জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম। রায়ে ১ হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকার মানি লন্ডারিং আইনের এক মামলায় ডেসটিনির এমডি রফিকুল আমিনসহ ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দেন আদালত।

রায়ের পর্যবেক্ষণে বলা হয়, ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সম্পদ তার শেয়ারহোল্ডার এবং বিনিয়োগকারীদের অন্তর্গত। তাদের টাকা উদ্ধারই এই মামলার আসল চ্যালেঞ্জ। রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত সম্পত্তি বা অর্থ ডেসটিনির শেয়ারহোল্ডার এবং বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ বলে গণ্য হবে। এই মামলার ক্ষেত্রে সব ধরনের জরিমানা এবং সম্পত্তি বা অর্থ বাজেয়াপ্ত করা, ডেসটিনির শেয়ারহোল্ডার এবং বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ হিসেবে বিবেচিত হবে এবং সরকার কর্তৃক গঠিত একটি কমিটির দ্বারা বিতরণ করা উচিত।

ডেসটিনির ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডার এবং বিনিয়োগকারীদের মধ্যে একটি ন্যায্য, স্বচ্ছ এবং ন্যায়সঙ্গত উপায়ে অর্থ বিতরণ করার জন্য সরকারকে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয় রায়ের পর্যবেক্ষণে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে চেয়ারম্যান, অর্থ মন্ত্রণালয়, সমবায় মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে সদস্য, পাশাপাশি একজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কো-অপারেটিভ বিভাগের নিবন্ধককে সদস্য হিসেবে রাখার কথা বলেন বিচারক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর