মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
সিলেটে পৌরসভা উপজেলা ও ইউপি নির্বাচন

ছায়ার সঙ্গে আওয়ামী লীগের ভোটযুদ্ধ

দুই মিলে গলদঘর্ম হতে হচ্ছে ক্ষমতাসীন দলের প্রার্থীদের

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

ছায়ার সঙ্গে আওয়ামী লীগের ভোটযুদ্ধ

বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। তবে দল নির্বাচনে অংশ না নিলেও সিলেটের একটি পৌরসভা, একটি উপজেলা ও চারটি ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি নেতারা। নির্বাচনী মাঠ অনুকূলে থাকায় দলও তাদের ব্যাপারে নমনীয়। এ অবস্থায় দলীয় প্রতীকবিহীন বিএনপির ‘ছায়া প্রার্থীদের’ সঙ্গে ভোটযুদ্ধে ঘাম ঝরাতে হচ্ছে আওয়ামী লীগ প্রার্থীদের। একদিকে বিএনপির ‘ছায়া’র সঙ্গে যুদ্ধ, অন্যদিকে গৃহবিবাদ- দুই মিলে গলদঘর্ম হতে হচ্ছে ক্ষমতাসীন দলের প্রার্থীদের। আগামীকাল সিলেটের ওসমানীনগর উপজেলা, বিশ্বনাথ পৌরসভা ও গোয়াইনঘাট উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচন। ওসমানীনগরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ। আর বিশ্বনাথে মেয়র পদে দলীয় প্রতীক নৌকা পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ। বিশ্বনাথ ও ওসমানীনগর আওয়ামী লীগ পরিবার দীর্ঘদিন থেকে দুই ‘চৌধুরী’তে বিভক্ত। এক বলয়ের নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী আর অন্য বলয়ে আছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। ওসমানীনগর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী শামীম আহমদ ও বিশ্বনাথ পৌরসভায় মেয়র প্রার্থী ফারুক আহমদ উভয়েই আনোয়ারুজ্জামান বলয়ের নেতা। তাই তাদের পক্ষে শফিকুর রহমান চৌধুরী বলয় মাঠে নামবে কি না- এ নিয়ে শুরুতে ছিল সংশয়। কিন্তু সে সংশয় উড়িয়ে দিয়ে প্রতীক বরাদ্দের পর থেকেই নৌকার পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন শফিকুর রহমান চৌধুরী। তাঁকে মাঠে দেখে তাঁর বলয়ের নেতা-কর্মীরাও নামেন মাঠে। এর পরও তৃণমূলেই দীর্ঘদিনের দ্বন্দ্বের চাপা ক্ষোভ পরিণত হয়েছে সন্দেহে। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে দেওয়া হয়েছিল তাকে পাশ কাটিয়ে চলার অভিযোগ উঠেছে দুই প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এদিকে, ওসমানীনগর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক কামরুল ইসলাম। গতকাল পর্যন্ত কামরুলের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়নি বিএনপি। দলের নেতা-কর্মীরাও মাঠে সরব রয়েছেন তাঁর পক্ষে। এ ছাড়া বিশ্বনাথ পৌরসভায় মেয়র পদে উপজেলা বিএনপি সভাপতি জালাল উদ্দিন ও যুক্তরাজ্যের নিউহ্যাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না প্রতিদ্বন্দ্বিতা করছেন। রবিবার উপজেলা বিএনপি সভাপতি জালাল উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে দলীয় সূত্র জানিয়েছেন, জালালকে বহিষ্কার করলেও তাঁর পক্ষে নেতা-কর্মীরা কাজ করে যাচ্ছেন। নির্বাচনের পর সেই বহিষ্কারাদেশ প্রত্যাহারও করে নেওয়া হবে। এ পৌরসভায় জালাল উদ্দিনের সঙ্গে সঙ্গে নিজ দলের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমানকেও মোকাবিলা করতে হচ্ছে আওয়ামী লীগের প্রার্থী ফারুক আহমদকে। সিলেট জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, ‘মানুষ উন্নয়ন চায়, শান্তি চায়। তাই তাদের আস্থার প্রতীক নৌকা। ওসমানীনগর উপজেলা, বিশ্বনাথ পৌরসভা ও গোয়াইনঘাটের ইউপিগুলোয় নৌকা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগুনসন্ত্রাসীদের প্রত্যাখ্যান করে মানুষ শান্তির প্রতীক নৌকাতেই তাদের সমর্থন দেবে বলে আমরা আশাবাদী। দলের নেতা-কর্মীরাও সর্বত্র ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করছেন।’ জেলা বিএনপি সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী বলেন, ‘বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে। তাই স্থানীয় সরকারের এসব নির্বাচন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর