মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

উত্তরে শীতের হানা কমছে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

উত্তরে শীতের হানা কমছে তাপমাত্রা

এবার রংপুরসহ উত্তরাঞ্চলে আগেভাগেই শীত হানা দিয়েছে। এই অঞ্চলে প্রতিদিনই তাপমাত্রা কমছে। গত এক সপ্তাহে গড়ে তাপমাত্রা কমেছে ৪/৫ ডিগ্রি সেলসিয়াস। এখন  হেমন্তকাল হলেও সন্ধ্যা নামলেই শীত জানান দিচ্ছে আমি আসছি। সন্ধ্যার পর অনেকেই শীতের পোশাক পরে বাড়ি থেকে বের হচ্ছেন। রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রংপুরসহ আশপাশের এলাকাগুলোতে প্রতিদিনই তাপমাত্রা কমছে। গতকাল সকালে এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রিতে  নেমে এসেছে এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কাছাকাছি অবস্থান করায় শীত অনুভূত হচ্ছে। গত এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যানে দেখা গেছে, ৩০ অক্টোবর ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, ২৯ অক্টোবর ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, ২৮ অক্টোবর ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ২৮ অক্টোবর ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, ২৭ অক্টোবর ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, ২৬ অক্টোবর ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ২৫ অক্টোবর ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে বাতাসের আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৮২ থেকে ৯২ শতাংশ ও সর্বনিম্ন ৬৫/৭০ শতাংশে। আনুষ্ঠানিকভাবে শীত মৌসুম শুরু হতে দেরি থাকলেও প্রকৃতিতে কয়েকদিন থেকে শীত বিরাজ করছে। সন্ধ্যার পর অধিকাংশ মানুষকে ফুলহাতা শার্ট পরে ঘোরাফেরা করতে দেখা গেছে। বাসা-বাড়িতে অনেকেই কাঁথা কিংবা কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে শুরু করেছেন। স্কুলগামী শিক্ষার্থীদের অভিভাবকরা ছেলে মেয়েদের শীতের পোশাক পরাতে শুরু করেছেন।

 শহরের গুরুত্বপূর্ণ মোড়ে পিঠার দোকানগুলোতে জমজমাট কেনাবেচা হতে দেখা গেছে।

এদিকে রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ কামরুল হাসান বলেন, সামনে শীতের মৌসুম আসছে। তাই আবহাওয়ার এই পরিবর্তন। আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে এ অঞ্চলে শীতের প্রকোপ শুরু হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর