মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : খেলাফত আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির ও ঢাকা মহানগর আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, দেশে শান্তি প্রতিষ্ঠায় একমাত্র পথ সর্বস্তরে আল্লাহর বিধান ও রসুল সা.-এর আদর্শ প্রতিষ্ঠা করা। কোরআন সুন্নাহ ছাড়া দেশে শান্তি আসতে পারে না। রাষ্ট্র ও সমাজের নেতারা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। গতকাল বাংলাদেশ খেলাফত আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার শাখার সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাওলানা হাফেজ ইউসুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন আতিকুর রহমান নান্নু মুন্সি, মুফতি কবির হুসাইন, মাওলানা মো. শেখ সাদী, মুফতি মুশফিকুর রহমান জামাল রশিদী, মাওলানা আক্তারুজ্জামান সাদেকী প্রমুখ।

মাওলানা হামিদী আরও বলেন, খেলাফত আন্দোলন বস্তুবাদী কোনো আন্দোলন নয়, সন্ত্রাস ও নৈরাজ্যের রাজনীতি নয়, খেলাফতের রাজনীতিতে বিশ্বাসী, যা একটি ইবাদত। নবী-রসুল থেকে যুগে যুগে বুজুর্গানে দীন এই কাজে নেতৃত্ব দিয়েছেন। নৈতিক, আধ্যাত্মিকতা ও উন্নত চরিত্র গঠন এ আন্দোলনের কর্মীদের আবশ্যিক শর্ত।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর