আজ সাতটি উপজেলা, চারটি পৌরসভাসহ স্থানীয় সরকারের শতাধিক প্রতিষ্ঠানে নির্বাচন হবে। এর মধ্যে পৌরসভার নির্বাচনে সিসি ক্যামেরা থাকবে। ঢাকা থেকে নির্বাচন কমিশন ভোট মনিটরিং করবে। শতাধিক নির্বাচনের মধ্যে সাতটি উপজেলা, চার পৌরসভা, ১৯ ইউপিতে সাধারণ, ১১ ইউপিতে চেয়ারম্যান পদে, স্থগিত ১ ইউপিতে (মৃত্যুজনিত কারণ) এবং ৫৮ ইউপিতে বিভিন্ন পদে উপনির্বাচন হবে।
চার পৌরসভায় ভোট : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি, জামালপুরের হাজরাবাড়ী উপজেলার হাজরাবাড়ী, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পার্বতীপুর ও সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ পৌরসভা। এ ছাড়া তিন উপজেলা তথা চট্টগ্রামের কর্ণফুলী, সুনামগঞ্জের জগন্নাথপুর ও সিলেটের ওসমানীনগরে সাধারণ নির্বাচন হবে। নেত্রকোনা সদর উপজেলা, কুড়িগ্রামের রৌমারী ও চিলমারী এবং কুষ্টিয়ার খোকসা উপজেলার চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে। এদিকে একই দিন ৩৬টি জেলার ৫২টি উপজেলার ৫৮টি ইউনিয়ন পরিষদের মোট ৬০ সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে সেদিন।