রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের বেসরকারি কেয়ার মেডিকেল কলেজের সব ধরনের অনুমোদন বাতিল করা হয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানটি বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা ২০১১ (সংশোধিত) এর শর্তসমূহ প্রতিপালন করতে ব্যর্থ হয়েছে। আদালতের স্থগিতাদেশের পাঁচ বছরেও কলেজটি মানোন্নয়ন করতে পারেনি। পরিদর্শনে দেখা গেছে, কলেজটিতে সুষ্ঠু একাডেমিক পরিবেশ নেই, শিক্ষকের ঘাটতি রয়েছে, কলেজ ও হাসপাতালের নামে নিজস্ব জমি নেই, একই ক্যাম্পাসে কলেজ ও হাসপাতাল অবস্থিত নয়, হাসপাতালের বেড অকুপেন্সি ৭০ শতাংশের বদলে মাত্র ১০ শতাংশ। ২০১৩ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন পায় কেয়ার মেডিকেল কলেজ। ২০১৫-১৬ ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অনুমোদন নবায়নও করা হয়। এ সময় পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ও অনুমোদন দিয়েছিল।
২০১৪-১৫ থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ধারাবাহিকভাবে কলেজটিতে শিক্ষার্থী ভর্তি করা হয়। তবে বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা-২০১১ এর বাস্তবায়নের শর্ত পূরণ না হওয়ায় ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি সাময়িকভাবে বন্ধ করে দেয় মন্ত্রণালয়। এরপর কলেজ কর্তৃপক্ষের রিটের পরিপ্রেক্ষিতে সাময়িক বন্ধের ওপর স্থগিতাদেশ দেন হাই কোর্ট। ফলে সেই শিক্ষাবর্ষ থেকেই আবার ভর্তি শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রেজিস্ট্রেশন দেওয়া হলেও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রেশন পায়নি কলেজটি। ফলে শিক্ষার্থীরা ইন্টার্নশিপ করতে পারছেন না। যার কারণে অন্য কলেজে মাইগ্রেশনের সুযোগ চেয়ে গত আগস্টে আন্দোলনেও নামেন শিক্ষার্থীরা।