শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

শুরু হচ্ছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও আইসিটি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২২’। আগামী ১৬ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত দেশের আটটি বিভাগীয় শহরে ও স্থানীয় পর্যায়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনী উপলক্ষে স্টেক হোল্ডার, উৎপাদন ও আমদানিকারক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে ‘মিট অ্যান্ড গ্রিট’ শীর্ষক মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, পিএএ, আইডিয়া প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. আলতাফ হোসেইন প্রমুখ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর