বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান

অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, খুলনা

শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গতকাল খুলনাস্থ জাহানাবাদ সেনানিবাসে শহীদদের সম্মানে নির্মিত ‘সংশপ্তক’ এ পু®পস্তবক অর্পণ করেন-আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের (এএসসি) বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২২ গতকাল খুলনার জাহানাবাদ সেনানিবাসে এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেনাপ্রধান এএসসির গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশমাতৃকার সেবায় দেশের অবকাঠামোগত উন্নয়নে সক্রিয় অবদানের কথা স্মরণ করেন। তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে কোরের সদস্যদের আহ্বান জানান।

সম্মেলনে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লে. জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ইফতেখার আনিস, অ্যাডহক কনস্ট্রাকশন সুভারভিশন কনসালট্যান্ট মেজর জেনারেল এ কে এম রেজাউল মজিদ, যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ উপস্থিত ছিলেন।

সেনাপ্রধান জাহানাবাদ সেনানিবাসে শহীদদের সম্মানে নির্মিত ‘সংশপ্তক’-এ পুষ্পস্তবক অর্পণ করেন এবং বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর