মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার প্রণয় ভার্মা। একই সঙ্গে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গতকাল ঢাকায় ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়ে বলেছে, ১৯৭১ সালের চিরন্তন বন্ধন আমাদের দুই দেশকে একত্রিত করে। ২১ সেপ্টেম্বর দায়িত্ব পালন করতে ঢাকায় আসেন প্রণয় ভার্মা। ২৭ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার। সেদিন তিনি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে যান এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।