সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভিনন্দন মহিলা লীগ সভাপতি-সম্পাদকের

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভিনন্দন মহিলা লীগ সভাপতি-সম্পাদকের

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন জানান মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক শবনম জাহান -বাংলাদেশ প্রতিদিন

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণভবনে ফুল দিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক শবনম জাহান। দলীয় সূত্র জানায়, নেতৃত্বের দৌড়ের বাইরে থাকা এই দুই নেত্রীকে মহিলা আওয়ামী লীগের দায়িত্ব দেওয়ায় সব মহলে প্রশংসিত হচ্ছে। বির্তকিতদের বাদ দিয়ে ক্লিন ইমেজের এই দুই নেত্রীকে পেয়ে সংগঠনটির তৃণমূল নেত্রীরাও খুশি বলে জানা গেছে। এদিকে গতকাল বিকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পণ করেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনে তারা দুজন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। এর আগে মেহের আফরোজ চুমকি আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য। শবনম জাহান শিলা সংরক্ষিত নারী আসনের সদস্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর