বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু বলেছেন, বৃহৎ শক্তিগুলোর সামনে জাতিসংঘ অসহায়। ফিলিস্তিনের বর্তমান অবস্থার জন্য আমেরিকা দায়ী। তিনি গতকাল জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ শান্তি পরিষদের আলোচনা সভায় সভাপতির বক্তৃতা করছিলেন। সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, শান্তি পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, শান্তি পরিষদের সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, সিপিবির সভাপতি মুক্তিযোদ্ধা কমরেড মো. শাহ আলম, জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সাবেক এমপি হারুনুর রশিদ, অ্যাম্বাসাডর মমতাজ হোসেন, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন প্রমুখ। মোজাফফর হোসেন পল্টু বলেন, মানুষের ন্যায্য অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসহ সবকিছু প্রতিষ্ঠা করার জন্য জাতিসংঘের সৃষ্টি হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক বড় বড় শক্তির কাছে মনে হচ্ছে জাতিসংঘ এক প্রকার অসহায়। জাতিসংঘকে এই অসহায়ত্ব দূর করে একটি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াতে হবে। অবিলম্বে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্রের ঘোষণা বাস্তবায়ন করতে হবে, এ জন্য জাতিসংঘকে ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অকুণ্ঠ সমর্থন দিয়েছিলেন ফিলিস্তিনি জাতির মুক্তি আন্দোলনের মহান নেতা ইয়াসির আরাফাত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে যেমনিভাবে ফিলিস্তিনি জনগণ বাংলাদেশের পক্ষে ছিল, তেমনিভাবে আমরাও তাদের মুক্তি সংগ্রামের সঙ্গে শুরু থেকে এখন পর্যন্ত সংহতি জানাচ্ছি। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেন, পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যবাদী হলো মার্কিন যুক্তরাষ্ট্র। তারা মধ্যপ্রাচ্যে ক্ষত তৈরি করছে তা ধীরে ধীরে মহিরুহতে পরিণত হয়েছে।
বিশ্বের বিভিন্ন প্রান্তে সেই সাম্রাজ্যবাদী শক্তির কারণে সমস্যা সৃষ্টি হচ্ছে।