বুধবার, ৩০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

সেই কৃষকদের খাবার দেবে বসুন্ধরা

মামলা প্রত্যাহারের আবেদন

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীর সেই ৩৭ প্রান্তিক কৃষক পরিবারের এক মাসের খাবারের জোগান দেবে দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। এ জন্য আজ বুধবার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী গ্রামে কৃষকের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হবে। এর আগে ঋণ খেলাপের মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় ওই ৩৭ কৃষকের মধ্যে ১২ জনকে কারাগারে পাঠানো হয়েছিল। পরে বসুন্ধরা গ্রুপ ঋণের বাকি কিস্তি পরিশোধের দায়িত্ব নেওয়া এবং আইনি সহায়তা দেওয়ার পরিপ্রেক্ষিতে সবাই জামিন পান। কারাগারে যাওয়া ১২ কৃষকও মুক্তি পান। এদিকে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি বরাবর মামলা প্রত্যাহার ও ঋণ মওকুফের আবেদন করেছেন ভাড়ইমারী সবজি চাষি সমবায় সমিতির সভানেত্রী বিলকিস নাহার। গতকাল তিনি পাবনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক কাজী জসিম উদ্দিনের কাছে এ আবেদন করেন। আবেদন করার সময় বিলকিস নাহার বলেন, আমরা দ্রুত মামলা প্রত্যাহার এবং ঋণ মওকুফের আইনগত সব প্রক্রিয়া শেষ করার অনুরোধ করছি। এ বিষয়ে পাবনা সমবায় কৃষি উন্নয়ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক কাজী জসিম উদ্দিন বলেন, আবেদন পেয়েছি। সেটি তাৎক্ষণিক প্রধান কার্যালয়ে মহাব্যবস্থাপক বরাবর মেইল করেছি, প্রধান কার্যালয় সিদ্ধান্ত নেবে।

সর্বশেষ খবর