বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রামে মাসব্যাপী বিজয়মেলা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘মুক্তিযুদ্ধের বিজয় বীর বাঙালির অহংকার’ স্লোগানে মাসব্যাপী বিজয় মেলা আজ শুরু হচ্ছে। চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে বিকাল ৩টায় মেলা উদ্বোধন করবেন বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ১৩ ডিসেম্বর বিকাল ৩টায় এম এ আজিজ স্টেডিয়ামের গোল চত্বরে বিজয় শিখা জ্বালানো হবে। তবে ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষে মেলার কার্যক্রম বন্ধ থাকবে। গতকাল দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুস।

লিখিত বক্তব্যে বলা হয়, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ এবার অসংখ্য অনুষ্ঠানমালার আয়োজন করেবে। এর মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণামূলক আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শন, বিজয় শিখা প্রজ্বালন, বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও নারী সমাবেশ। ১৩ ডিসেম্বর বিকাল ৩টায় এম এ আজিজ স্টেডিয়াম গোলচত্বর সম্মুখে মুক্তিযুদ্ধের বিজয় শিখা প্রজ্বালন ও জাতীয় পতাকা এবং মেলা পরিষদের পতাকা উত্তোলনের মাধ্যমে মেলার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা, ১৫ ডিসেম্বর বিজয় মেলার প্রয়াত চেয়ারম্যান সাবেক সফল মেয়র বীর মুক্তিযোদ্ধা চট্টলবীর গণমানুষের প্রিয় নেতা আলহাজ এ বি এম মহিউদ্দীন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে সমাপ্ত হবে বিজয় মেলা।

লিখিত বক্তব্যে মোহাম্মদ ইউনুস বলেন, ১৯৮৯ সালের পর থেকে গত ৩৩ বছর ধরে বিজয় মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এটি এখন চট্টগ্রামসহ সারা দেশের আন্দোলন-সংগ্রামের সূতিকাগার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর