বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির সামনে একটাই লক্ষ্য, সরকার পতন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। গতকাল বিকালে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশে রংপুরের মানুষ প্রমাণ করেছে তারা এ সরকারের সঙ্গে নেই। আওয়ামী লীগ সরকার যত চাপ-বল প্রয়োগ করুক, ইতিহাস সাক্ষী রয়েছে, মামলা-মোকদ্দমা দিয়ে গণতন্ত্রের জয়যাত্রাকে ব্যাহত করা যায় না। দেশের মানুষ রক্ত দিতে শিখেছে। তারা জয় অর্জন করেই বাড়ি ফিরবে। মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা ছিলেন- বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, জাহাঙ্গীর আলম। সমাবেশে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।