যশোর-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে নভো এয়ার। গতকাল দুপুরে যশোর বিমানবন্দরে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে কেক কেটে নতুন এ গন্তব্যের প্রথম ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। এ সময় তিনি বলেন, পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে যশোরের এ সংযোগ নতুন মাত্রা যোগ করেছে। এ ধরনের কানেক্টিভিটির কারণে দেশের পর্যটনশিল্পের আরও বিকাশ হবে। এর জন্য দেশের বিমানবন্দরগুলোকে আরও উন্নত সুবিধা সংবলিত করে গড়ে তোলা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক রিয়াজুল ইসলাম মাসুদ, বিভিন্ন ট্রাভেল এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, আপাতত সপ্তাহের প্রত্যেক বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটে যশোর থেকে কক্সবাজার এবং শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে কক্সবাজার থেকে যশোর একটি করে ফ্লাইট পরিচালনা করবে নভো এয়ার। পরে যাত্রী সংখ্যা বাড়লে ফ্লাইটের সংখ্যাও বাড়ানো হবে বলে তারা জানান।