ভাঙচুর ও নাশকতা মামলায় নেত্রকোনা, বরিশাল, ঢাকা, নারায়ণগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও ময়মনসিংহ জেলার ৪৫০ জন বিএনপি নেতা-কর্মীকে আগাম জামিন দিয়েছেন হাই কোর্ট। তাদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেনও রয়েছেন। গতকাল পৃথক আগাম জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশের বিষয়টি জানিয়েছেন আইনজীবী নেতা মুহাম্মদ আবদুল কাইয়ুম।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসভাপতি আবদুল জব্বার ভুঁইয়া, ফোরামের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল। পরে আইনজীবী কাইয়ুম জানান, সরকারবিরোধী আন্দোলনের অভিযোগ এনে এসব নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা ও পুলিশ। পৃথক মামলায় হাই কোর্ট তাদের জামিন দেন।