রাজধানীর কামরাঙ্গীরচরে কর্মচারীদের নিয়ে থানায় হামলা চালানোর অভিযোগে রিভারসাইড হাসপাতালের এমডি ডা. এম এইচ উসমানীসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, রিভারসাইড হাসপাতালের নার্স লাবণীকে মারধরের ঘটনায় তিনি থানায় মামলা করেন। পুলিশ মামলা নেওয়ায় ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের ৭০-৮০ স্টাফ নিয়ে থানায় হামলা চালান এমডি ডা. এম এইচ উসমানী। ডা. এম এইচ উসমানী থানায় এসে নার্সের মারধরের ঘটনায় মামলা নেওয়ার কারণ জানতে চান। থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ডা. উসমানীকে থামানোর চেষ্টা করা হলে পুলিশ সদস্যদের শারীরিকভাবে হেনস্থা করেন। এতে পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।
পুলিশ জানায়, সিসিটিভির ফুটেজ দেখে হামলায় অংশ নেওয়া অন্যদেরও শনাক্তের চেষ্টা চলছে। লাবণীর মামলায় ডা. উসমানীকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে লাবণীর চিকিৎসা চলছে।
এর আগে গত মঙ্গলবার উসমানী নিজের হাসপাতালের নার্স লাবণীকে পেটান। বুধবার মারধরের অভিযোগে তার বিরুদ্ধে লাবণী মামলা করেন।