বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

নতুন দিগন্তে প্রবেশ রূপায়ণ সিটির

‘ব্রেক দ্য স্কয়ার ফিট স্টোরি’র ধারাবাহিকতায় দেশের রিয়েল এস্টেটে প্রথম সিটি ব্র্যান্ড ‘রূপায়ণ সিটি’ বৃহত্তর পরিসরে লাক্সারি সিটি ডেভেলপমেন্টে প্রবেশ করল। বাংলাদেশের ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে প্রবেশের সময় আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে রূপায়ণ সিটি তার দ্বিতীয় সিটি নির্মাণ করতে যাচ্ছে। পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ের পাশেই বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন এন ব্লকে নতুন এই আন্তর্জাতিক মানের লাক্সারি সিটি নির্মিত হবে।

৫ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে রূপায়ণ সিটি এবং নর্থসাউথ সোসাইটির মধ্যে যৌথ উদ্যোগে আনুষ্ঠানিক চুক্তি হয়। এতে স্বাক্ষর করেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল ও নর্থসাউথ সোসাইটির প্রকল্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল হামিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, নর্থসাউথ সোসাইটির চেয়ারম্যান আনোয়ার হোসেন, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা সাদাত হোসেন সেলিম, উপদেষ্টা ও কনসালট্যান্ট অধ্যাপক ড. এম শামিম জেড বসুনিয়া। বিজ্ঞপ্তি

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর