বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ব্যাংকের চেয়ারম্যান প্রধান নির্বাহীর গাড়ি বদলের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

দেশে সব তফসিলি ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর গাড়ি আট বছর ব্যবহারের পর বদলানো যাবে। ব্যাংকের পরিচালন ব্যয় হ্রাসকল্পে যানবাহন, আড়ম্বরপূর্ণ সাজসজ্জা এবং অন্যান্য ক্ষেত্রে উচ্চ ব্যয় পরিহারের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা দিয়েছে। গতকাল ব্যাংকগুলোকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, গাড়ির আয়ুষ্কাল আট বছর সংক্রান্ত সরকারি আদেশের সঙ্গে সঙ্গতি রেখে তফসিলি ব্যাংকসমূহের পর্ষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর জন্য সার্বক্ষণিক গাড়িসহ ব্যাংকের অন্যান্য কাজে ব্যবহারের উদ্দেশ্যে ক্রয়কৃত গাড়ি ন্যূনতম আট বছর পর প্রতিস্থাপনযোগ্য হবে।

চলতি অর্থবছরে গাড়ি ক্রয় (নতুন-প্রতিস্থাপন) বন্ধের নির্দেশনা বহাল থাকবে। অবিলম্বে এই নির্দেশনা কার্যকর হবে। এর আগে ২০১৯ সালে ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর জন্য সার্বক্ষণিক গাড়িসহ সব যানবাহন অন্তত পাঁচ বছর ব্যবহারের পর প্রতিস্থাপনযোগ্য হবে মর্মে একটি সার্কুলার জারি করেছিল বাংলাদেশ ব্যাংক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর