রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

কার্ড বিড়ম্বনায় ইবি শিক্ষার্থীরা

রাকিব হোসেন, ইবি

কার্ড বিড়ম্বনায় ইবি শিক্ষার্থীরা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে পাঁচটি কার্ড বহন করতে হয়। কার্ড নিতে ভিন্ন ভিন্ন খাতে আলাদা টাকা গুনতে হয়। কার্ড না থাকলে দেওয়া হয় না সেবা। এ নিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা। জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর হল প্রশাসন থেকে দেওয়া হয় আবাসিক এবং অনাবাসিক কার্ড। এর বিনিময়ে ১০০ টাকা ফি জমা দিতে হয় শিক্ষার্থীদের। আটটি আবাসিক হলের মধ্যে ৪-৫টা হলে ডিজিটাল কার্ড দেওয়া হয়। তবে ডিজিটাল হলেও কাগজের পরিবর্তে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে প্রবেশ করতে কার্ড দেখানো বাধ্যতামূলক। এতে এক শিক্ষার্থীকে খরচ করতে হয় ১০০ টাকা। আবার বিভাগীয় সেমিনারের কার্ডের জন্য শিক্ষার্থীকে ২০০ থেকে ৩০০ টাকা গুনতে হয়। এ ছাড়া চিকিৎসা কেন্দ্রে সেবা পেতেও প্রয়োজন হয় স্বাস্থ্য কার্ড। জরুরি মুহূর্তে এসব কার্ড সঙ্গে না থাকলে সেবা পান না শিক্ষার্থীরা। এমনকি কেউ গুরুতর অসুস্থ হলেও কার্ডের সঙ্গে নিজ হলের প্রভোস্টের সুপারিশ ছাড়া মেলে না অ্যাম্বুলেন্স সেবা। ক্যাম্পাসের ভিতরেও মাঝে-মধ্যে কার্ড দেখতে চান নিরাপত্তা কর্মকর্তারা। সব সময় সঙ্গে কার্ড না রাখায় ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চয়মুন নাহার বলেন, ‘ডিজিটাল যুগে প্রবেশ করেও পাঁচটি কার্ড সঙ্গে রাখতে হয়। এটা খুব বিড়ম্বনার। শিক্ষার্থী পরিচয়েই সব সুবিধা দেওয়া উচিত।’ উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘আমরা সব শিক্ষক ও শিক্ষার্থীদের ডিজিটাল কার্ড দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। খুব শিগগিরই তা বাস্তবায়ন করা হবে।’ 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর