সহিংস রাজনীতির প্রতিবাদে এবং মুক্তিযুদ্ধের চেতনায় অপরাধ ও দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজধানীতে গণমিছিল করেছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। গতকাল সকালে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার নেতৃত্বে গণমিছিলটি শ্যামপুরের দোলাইরপাড় থেকে শুরু হয়ে জুরাইন পোস্তগোলা হয়ে শ্যামপুর বালুর মাঠে গিয়ে শেষ হয়। গণমিছিলে বাবলার নির্বাচনী এলাকা শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলের পরে জুরাইন রেলগেট এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বাবলা বলেন, জাতীয় পার্টি সব সময় দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য রাজনীতি করে। কোনো সাম্প্রদায়িক অপশক্তি দেশে যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য জাতীয় পার্টির নেতা-কর্মীরা রাজপথে সরব রয়েছেন।
সমাবেশে বক্তব্য রাখেন আমির উদ্দিন আহমেদ ডালু, সুজন দে, শেখ মাসুক রহমান, কাউসার আহমেদ, শাহনাজ পারভীন প্রমুখ।