মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ইবিতে এবার অতিথি পাখির আগমন নিয়ে শঙ্কা

ইবি প্রতিনিধি

প্রতি বছর নভেম্বরের শেষ সপ্তাহে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) লেকে অতিথি পাখির আগমন ঘটে। পাখির কলকাকলিতে মুখরিত হয় পুরো ক্যাম্পাস। কিন্তু এ বছর দেখা মেলেনি এসব পাখির। ফলে অতিথি পাখির আগমন নিয়ে এবার শঙ্কা তৈরি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের ৫৩৭ কোটি টাকা মেগা প্রকল্পের আওতায় লেকের পাশে দশতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ চলছে। নির্মাণাধীন ভবনে ব্যবহার করা হচ্ছে উন্নত মেশিন। ফলে সব সময় নির্মাণ শ্রমিকদের উপস্থিতি, উচ্চ শব্দ এবং লেক এলাকায় বড় বড় বৃক্ষ নিধনের কারণে প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। ফলে আশঙ্কা তৈরি হয়েছে, এ বছর হয়তো লেকে দেখা মিলবে না পাখির। বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদরা বলছেন, কনস্ট্রাকশনের কাজ শেষে যদি লেকটিকে কৃত্রিম করা হয় তাহলে কয়েক যুগেও এসব পাখির দেখা মেলা ভার হয়ে দাঁড়াবে। বিশেষজ্ঞরা বলছেন, ঋতু বৈচিত্র্যে প্রকৃতিতে শীত দেরিতে আগমন এবং অতিথি পাখি শিকারের কারণে দেশে পাখির সংখ্যা কমেছে। আগে বিভিন্ন প্রজাতির এলেও এখন কয়েক প্রকারের পাখির দেখা মেলে। অতিথি পাখিরা নির্জনে থাকতে পছন্দ করে। ঘনবসতি ও বৃক্ষ নিধনের কারণে দেশে আসছে না পাখি। সংরক্ষণের উদ্যোগ না নিলে তাদের আর দেখা মিলবে না।

বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক ইনজামুল হক বলেন, কনস্ট্রাকশনের কাজ চলমান এবং লেকের আশপাশের এলাকায় বৃক্ষ নিধনের কারণে অতিথি পাখিদের জন্য প্রতিকূল পরিবেশ তৈরি হয়েছে। এ বছর এসব পাখি হয়তো ক্যাম্পাসে দেখা মিলবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর