মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ঊর্ধ্বমুখী ধারায় শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে শেয়ারবাজার। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবকটি মূল্যসূচক   বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। কয়েকদিনের তারল্য সংকট কাটিয়ে ডিএসইতে ৫০০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে ৭৪ প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৭টির। আর ২৬৫টির দাম অপরিবর্তিত রয়েছে। ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৫৬৮ কোটি ৮৯ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪১৪ কোটি ৮৪ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১৫৪ কোটি ৫ লাখ টাকা। সূচক ও লেনদেন বাড়ার দিনে ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্যালভো কেমিক্যালের শেয়ার। কোম্পানিটির ৩৫ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১ টাকা বেড়ে প্রতিষ্ঠানটির শেয়ার দর হয়েছে ৬৩ টাকা। দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপারের ২৮ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে।

২৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৮৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৫ কোটি ৮৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ১৪২টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৭টির এবং ৮২টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর