শিরোনাম
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচন আজ, অংশ নিল তিনটি প্যানেল

ময়মনসিংহ প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির নির্বাচনের ভোট গ্রহণ আজ। এবারের নির্বাচনে আওয়ামী লীগ ঘরানার শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম থেকে দুটি প্যানেল অংশ নিচ্ছে। এক পক্ষের প্যানেলের নেতৃত্বে রয়েছেন সভাপতি পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আসলাম আলী ও সাধারণ সম্পাদক পদে প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অপর পক্ষের প্যানেলের নেতৃত্বে রয়েছেন সভাপতি পদে পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম এ এম ইয়াহিয়া খন্দকার এবং সাধারণ সম্পাদক পদে কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন। এ ছাড়া বিএনপি ঘরানার শিক্ষকদের সংগঠন সোনালি দলের প্যানেলের নেতৃত্বে রয়েছেন সভাপতি পদে বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল হক ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্স ভবনে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন শিক্ষক সমিতির বর্তমান সভাপতি অধ্যাপক ড. আবদুস সালাম।

 জানা গেছে, বিগত বছর শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ঘরানার শিক্ষকদের আরেকটি সংগঠন নীল দল অংশ নিলেও এ বছর নেয়নি।

নির্বাচনে অংশ না নেওয়ার কারণ হিসাবে নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ এহসানুর রহমান জানান, ‘বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ ঘরানার শিক্ষকদের বিভাজনের কারণে আমরা এ বছর নির্বাচনে অংশ নিচ্ছি না। আমরা কোনো বিভাজন দেখতে চাই না। আওয়ামী লীগ ঘরানার শিক্ষকরা যদি এক প্যানেলে সবাই নির্বাচনে অংশ নিতেন তাহলে আমরাও নির্বাচনে থাকতাম।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর