ঢাকা-মাওয়া মহাসড়কে ঘুরতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণের মৃত্যু হয়েছে। তারা হলেন- অনীক (১৭) ও শাওন (১৮)। বৃহস্পতিবার রাত ১২টায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ২টায় মৃত ঘোষণা করেন। পরে লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। গতকাল ঢামেক সূত্র জানায়, পুরান ঢাকার ওয়ারীতে অটোপার্টসের দোকানে কাজ করতেন শাওন। বৃহস্পতিবার রাতে তার বন্ধু অনীককে নিয়ে মাওয়া ঘুরতে গিয়েছিলেন। ঢাকায় ফেরার পথে এই দুর্ঘটনার কবলে পড়েন তারা। শাওনের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মনোহরগঞ্জ গ্রামে। আর অনীক সাইনবোর্ডের কাজ করতেন বিভিন্ন জায়গায়। মুগদার মানিকনগরে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।