সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ৭ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় খুলনা এলাকায় ২ হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। একই সঙ্গে তিনি পাঁচটি স্কুলের শিক্ষার্থীর মাঝে খেলাধুলার সামগ্রী উপহার দেন। গতকাল খুলনার রূপসা জাবুসা এলাকায় সেনাবাহিনী প্রধান শীতবন্ত্র বিতরণ করেন।
এ সময় সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সব সময়ে দেশের মানুষের পাশে থেকে যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। দেশ গঠন ও যে কোনো দুর্যোগে সেনাবাহিনী সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এর আগে সেনাবাহিনী প্রধান ৭ পদাতিক ডিভিশনের দায়িত্বপূর্ণ গোপালগঞ্জ এবং খুলনা জেলার শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন।