মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

গণফোরাম-বিএনপি সংলাপ

নিজস্ব প্রতিবেদক

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জাতীয় ঐক্যের ভিত্তিতে এই সরকারের পতন করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেব। তারপর দেশের মানুষ যাকে ইচ্ছা ভোট দেবে। এ লক্ষ্যে আমরা আন্দোলনে রয়েছি, আশা করি এই আন্দোলনে জয়লাভ করব। গতকাল সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে গণফোরাম কার্যালয়ে বিএনপি-গণফোরাম সংলাপ শেষে তিনি এসব কথা বলেন। টুকু বলেন, ১১ জানুয়ারি যুগপৎ আন্দোলনের জন্য দেশব্যাপী গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেদিন গণফোরাম এই কর্মসূচি পালন করবে বলে আলোচনায় সিদ্ধান্ত হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল এতে উপস্থিত ছিলেন। গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, আমরা আজ থেকে চলমান আন্দোলনে শরিক হলাম। আগামী দিনে জাতিকে এই আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। আজকের আন্দোলন একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য। সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলমত নির্বিশেষে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

আজকে যে সরকার আমাদের মাথার ওপর চেপে বসেছে তার থেকে পরিত্রাণ পেতে হবে। এর কোনো বিকল্প নেই। গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বে গণফোরাম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মহিউদ্দিন আবদুল কাদের, আবদুল হাসিব চৌধুরী ও আইয়ুব খান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর