শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সেনাবাহিনীর শীতকালীন অনুশীলনের মহড়া দেখলেন সেনাপ্রধান

টাঙ্গাইল প্রতিনিধি

সেনাবাহিনীর শীতকালীন অনুশীলনের মহড়া দেখলেন সেনাপ্রধান

টাঙ্গাইলে সেনাবাহিনীর শীতকালীন বহিরঙ্গন অনুশীলনের চূড়ান্ত মহড়া অবলোকন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। চূড়ান্ত মহড়ার মধ্য দিয়ে শেষ হলো তিন সপ্তাহের প্রশিক্ষণ অনুশীলন ‘নবউদ্যোগ’। সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের এই অনুশীলনে সাঁজোয়া বহর, এপিসির পাশাপাশি সেনাবাহিনীর ছত্রীসেনারা অংশ নেন। এ সময় সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীসহ সেনা সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারবৃন্দ, অন্যান্য জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষণের পাশাপাশি সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় অসহায় ও দুস্থ শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর