মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

এডিসি শাহাদতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আদালত প্রতিবেদক

যৌতুকের মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. শাহাদত হোসেন সুমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল ঢাকার ৮ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মাফরুজা পারভীন এ আদেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, শাহাদত হোসেন স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতন করায় বাদী এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন। তদন্ত শেষে মারধরের অভিযোগের সত্যতা পাওয়ায় পরবর্তী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে প্রতিবেদনটি পাঠানো হয়। পরে বিচারক গ্রেফতারি পরোয়ানা জারি করেন। জানা গেছে, ২০১৪ সালে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে সাধারণ বিষয় নিয়ে নানাভাবে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করত আসামি। ছোট বিষয় নিয়েই গায়ে হাত তুলত। কয়েক বছর পর তাদের একটি কন্যাসন্তান হয়। তখন পরিবার ও স্বজনরা সবকিছু ঠিক হয়ে যাবে এমনটি বোঝাত। কিন্তু সময় বাড়লেও স্বামীর নির্যাতন বন্ধ না হয়ে আরও বেড়ে যায়। ঝগড়া থেকে গায়ে হাত তোলা ও মারধরও বাড়তে থাকে। এ ঘটনায় পুলিশ সদর দফতরে দেওয়া অভিযোগে বলা হয়, ‘গত ১৯ জুলাই তাদের একমাত্র মেয়েকে (৭) জোরপূর্বক নিয়ে চলে যায়। এরপর থেকে তার ভাই-বোনসহ পরিবারের অন্য সদস্যদের হুমকি, ভয়ভীতি দেখানোসহ নোংরা মেসেজ পাঠিয়ে যাচ্ছে।

এ ছাড়া বিভিন্ন সময় বাদী ও পরিবারের অন্য সদস্যদের কললিস্ট ও রেকর্ড বেআইনিভাবে বের করেছে’। দরখাস্তে তিনি স্বামীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়াসহ তার ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর