বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে পুলিশ ও র‌্যাব পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফ সাবরাং ইউনিয়নের সিকদার পাড়ায় টিনের ছাউনির নিচে কাঠের স্তূপ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত আটক রাসেলকে মামলা শেষে কক্সবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।

তার বিরুদ্ধে এক ডজনের বেশি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। অপরদিকে টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব-১৫। এ ঘটনায় অভিযুক্ত আটক শামসুল আলমকে (৩৪) থানায় হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে জানান, আভিযানিক দল টেকনাফ থানাধীন হ্নীলা ইউপির লেদা রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছার আগেই তিন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তিনি জানান, উদ্ধার মাদকদ্রব্যসহ আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর