শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সপ্তাহের শেষ দিনেও সূচক লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের শেষ দিনে সূচক লেনদেন বেড়েছে শেয়ারবাজারে। আগের দিনের ধারাবাহিকতায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৫০০ কোটি টাকার ওপরে। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস ডিএসইতে ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হলো। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচক বেড়েছে। তবে এ বাজারটিতেও দাম বাড়ার থেকে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে বেশি প্রতিষ্ঠান। দিনের লেনদেন শেষে ডিএসইতে ৫২ প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। দাম কমেছে ১১১টির। আর ১৭১টির দাম অপরিবর্তিত রয়েছে। এরপরও ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৫০৭ কোটি ৫৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫৩২ কোটি ৪১ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ২৪ কোটি ৮৪ লাখ টাকা। লেনদেন কমলেও পর পর দুই কার্যদিবস ডিএসইতে ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হলো। এক মাস পর ডিএসইতে টানা দুই কার্যদিবস এ রকম লেনদেন হলো। ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। কোম্পানিটির ৩৯ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানটির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বেড়ে ১২৬ টাকা ১০ পয়সায় শেষ হয়েছে লেনদেন। দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপারের ৩০ কোটি ৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

২৮ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং। সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৫ কোটি ২৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ১৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৭টির দাম বেড়েছে। কমেছে ৪৪টির এবং ৬৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর