শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

খুলনায় জাল টাকা তৈরির মূল কারিগর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় জাল টাকা তৈরির মূল কারিগর জুয়েল মোড়লকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে। এর আগে বৃহস্পতিবার খুলনা রূপসা খানজাহান আলী সেতু এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। জুয়েল মোড়ল ঢাকা ও মুন্সীগঞ্জের আরেকটি গ্রুপের কাছে টাকা তৈরির প্রশিক্ষণ নেয়। পরে ৬-৭ মাস ধরে খুলনার ফুলতলায় জাল নোট ছাপানো কাজ করছিল। র‌্যাবের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, গত ১০ জানুয়ারি ফুলতলার দামোদর সাহাপাড়া এলাকায় জাল টাকা ছাপানোর কারখানার সন্ধান পায় র‌্যাব। কিন্তু অভিযানের খবর পেয়ে কারিগর জুয়েল মোড়ল পালিয়ে যায়। এখান থেকে জাল টাকা তৈরির প্রিন্টার মেশিন, লেমিনেটিং মেশিন, জাল টাকা তৈরির ডাইস, আঠা, হেয়ার ড্রায়ার, জল ছাপ সংবলিত কাগজ, কালার ফুলের সিল, তরল রং, জাল টাকা তৈরির দুই কার্টন সাদা কাগজসহ সাইফুল জামান ও জাহিদুল ইসলাম নামে দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় ১৪ লাখ ৮৩ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর