রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পর্দা নামল গার্মেন্ট শিল্পপণ্যের চারটি আন্তর্জাতিক প্রদর্শনীর

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবিতে) চার দিনব্যাপী গার্মেন্ট শিল্পপণ্যের চারটি আন্তর্জাতিক প্রদর্শনীর পর্দা নেমেছে গতকাল। প্রদর্শনীর মধ্যে ছিল ২০তম গার্মেন্ট টেকনোলজি শো বাংলাদেশ (জিটিবি), ১২তম আন্তর্জাতিক গার্মেন্ট এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং (জিএপি), প্রথম ভারত টেক্সটাইল ট্রেড ফেয়ার (আইটিটিএফ) এবং আন্তর্জাতিক ইয়ার্ন অ্যান্ড ফ্রেব্রিক্স এক্সপো। এসব প্রদর্শনীতে গার্মেন্ট মেশিনারি, সুতা, কাপড়, গার্মেন্ট এক্সেসরিজ এবং প্যাকেজিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের আরএমজি সেক্টরের বিভিন্ন ধরনের পণ্য তুলে ধরা হয়। এর মধ্যে জিএপি এক্সপো বাংলাদেশের সবচেয়ে বড়  গার্মেন্ট এক্সেসরিজ এবং প্যাকেজিং এক্সপোজিশন। এই মেলায় যন্ত্রপাতি ও কাঁচামালের প্রদর্শনী করা হয়। এবারই প্রথম ইন্ডিয়া টেক্সটাইল ট্রেড ফেয়ার ও সাউথ গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসজিসিসিআই) যৌথভাবে মেলায় বিভিন্ন ধরনের সুতা, কাপড়ের পাশাপাশি লেইস, জরি মেটেরিয়ালস এবং এক্সেসরিজ ব্যবহার করে তৈরি ব্রাইডালসহ বিভিন্ন ধরনের পোশাক প্রদর্শনের ব্যবস্থা করে।

উল্লেখ্য, বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) দেশের প্রায় ১ হাজার ৮০০ গার্মেন্ট এক্সেসরিজ এবং প্যাকেজিং ফামের্র প্রতিনিধিত্ব করে। সংগঠনটি গার্মেন্টের আনুষঙ্গিক পণ্য এবং প্যাকেজিং আরএমজি সেক্টরের জন্য একটি গুরুত্বপূর্ণ শিল্প হিসেবে কাজ করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর