শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
খুবিতে আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা

সমাজে পরিবর্তন প্রভাব ফেলছে দিকনির্দেশনা জরুরি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

‘পরিবর্তনের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেওয়া জরুরি। বিজ্ঞান ও প্রযুক্তির সুবাদে সব ক্ষেত্রে দ্রুত পরিবর্তন হচ্ছে। একই সঙ্গে মানুষের নতুন নতুন চাহিদার সৃষ্টি হচ্ছে। নতুন সমস্যারও উদ্ভব হচ্ছে। মানবাধিকার, শিশু অধিকার, দরিদ্রতা বৈশ্বিক মহামারির পাশাপাশি সাইবার ক্রাইমও নতুন সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এ পরিবর্তন ও সমস্যা মোকাবিলা করে সমাজকে সঠিক দিকনির্দেশনা দেওয়া জরুরি। এক্ষেত্রে সামাজিক বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।’ গতকাল খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) দুই দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক সম্মেলনের (আইসিএসএসআই) উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সম্মেলনে ৯টি ভিন্ন থিমের ওপর মোট ৫৮টি গবেষণার সারসংক্ষেপ উপস্থাপন করা হবে। সম্মেলনে বাংলাদেশ, নেদারল্যান্ডস অস্ট্রেলিয়া, আমেরিকা, আরব আমিরাত থেকে অংশগ্রহণকারীরা যোগ দিয়েছেন। খুবির সামাজিক বিজ্ঞান স্কুল এ সম্মেলন আয়োজন করেছে। খুবি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, নতুন প্রজন্ম প্রযুক্তি ব্যবহারে দ্রুত এগিয়ে যাচ্ছে। সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসানের সভাপতিত্বে বক্তৃতা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর