রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে আমরা এখন কথা বলছি : ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে আমরা এখন কথা বলছি : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে আমরা এখন কথা বলছি। একসময় তো এই ভাবনাটা ছিল না। আমরা শুধু অতীত আর বর্তমান নিয়ে ভাবতাম। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়ে প্রথমবার আমাদের মাথায় এমন ভাবনা তৈরি করেছেন। তা সফলও হয়েছে, এখন তিনি বলছেন ২০৪১ সালে আমরা স্মার্ট বাংলাদেশ হব। সে বাংলাদেশের দায়িত্ব তোমাদের নিতে হবে। নিজেদের সেভাবে গড়ে তুলতে হবে। ভিশন নিয়েই এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রামের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এতে ১৫১১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। তরুণদের মধ্যে সাম্প্রতিককালে আত্মহত্যার প্রবণতা দেখা যাচ্ছে মন্তব্য করে বলেন, তরুণদের পারিবারিক মূল্যবোধ আর বাঙালিয়ানা চর্চায় জোর দিতে হবে।

পাশাপাশি তাদের মধ্যে অতিরিক্ত প্রতিযোগিতার চাপ তৈরি না করে সময়ের সঙ্গেক গড়ে তোলার পরিবেশ করে দিতে হবে। মহানগর বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি সাজ্জাত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভানেত্রী ডেইজি সারোয়ার, জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরী। উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোলায়মান, ইউপি চেয়ারম্যান কাইয়ুম শাহ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জায়েদ বিন কাশেম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর