রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামে গণপিটুনিতে নিহত কিশোরের পরিচয় মিলছে না

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির প্রবেশমুখে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত কিশোরের পরিচয় তিন দিনেও বের করতে পারেনি পুলিশ। গত বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর পর লাশ হিমাগারে রাখা হয়েছে। পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান জানান, ২২ জানুয়ারি রাত ৯টার দিকে নাসিরাবাদ হাউজিং সোসাইটির প্রবেশমুখে অজ্ঞাত কিছু লোক মোবাইল ছিনতাইকারী সন্দেহে ওই কিশোরকে গণপিটুনি দিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। পরে এক ব্যক্তি তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জানুয়ারি দুপুরে তার মৃত্যু হয়। পাঁচলাইশ থানার এসআই আফতাব হোসেন বলেন, নিহত যুবক ষোলশহর এলাকায় ঘটনার কয়েকদিন আগে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার বয়স আনুমানিক ১৫-১৬ বছর হবে। গায়ের রং শ্যামলা। যদি কেউ তাকে চিনতে পারেন পাঁচলাইশ থানায় যোগাযোগের অনুরোধ রইল। লাশ ময়নাতদন্ত শেষে সংরক্ষণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর