সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শুধু ক্লাসের পরীক্ষায় পাস করে জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় না

-আসাদুজ্জামান নূর

নীলফামারী প্রতিনিধি

শুধু ক্লাসের পরীক্ষায় পাস করে জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় না

 ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। গতকাল জেলা প্রশাসন ও জেলা সরকারী গণগ্রন্থাগারের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, শুধু ক্লাসের পরীক্ষায় পাস করে জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় না। শুধু একাডেমিক পড়াশোনা নয়, সব বিষয়ের ওপর জ্ঞান আহরণ করতে হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মির্জা মুরাদ হাসান বেগের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান সহিদুল হক।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারওয়ার আলম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার। পরে আবৃত্তি, চিত্রাঙ্কন ও বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ী ২২ জনের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর