সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বইয়ের ওপর সওয়ার হয়ে তারা সরকার বিরোধী অপতৎপরতায় : শিক্ষামন্ত্রী

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শেখ হাসিনার সরকারকে জনগণের রায় উপেক্ষা করে ধাক্কা মেরে ফেলে দেওয়া যাচ্ছে না, পেছনের দরজা দিয়ে এসে শেখ হাসিনা সরকারকে অপসারণ করা যাচ্ছে না। তাই অপশক্তি এখন বইয়ের ওপর সওয়ার হয়েছে। সওয়ার হয়ে তারা সরকারবিরোধী অপতৎপরতায় নেমেছে।’

গতকাল বিকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার পিয়ার আলী কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নবীনবরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, কলেজের পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট মোশারফ হোসেন ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ। এ সময় নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আবুল খায়ের।

মন্ত্রী বলেন, ‘বইয়ে যা নেই তারা বলে তা আছে। কী কারণে, কেন- হঠাৎ করে নতুন শিক্ষাক্রমের ওপর তাদের এই আগ্রাসন? কারণ আমাদের নারী-পুরুষ নির্বিশেষে সব শিক্ষার্থী যদি সঠিক শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে তাদের আর কোনো অপরাজনীতি দিয়ে, ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করা যাবে না। এটাই এদের ভয়।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর